মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৯:১৬ অপরাহ্ন
Logo
শিরোনাম:
সালথায় ৬শ’ ইয়াবাসহ যুবক গ্রেফতার মাটিরাংগা উপজেলায় তাইন্দং টু মাটিরাংগা রাস্তার বেহাল দশা, যান চলাচলে অযোগ্য মাটিরাংগা উপজেলায় তাইন্দং টু মাটিরাংগা রাস্তার বেহাল দশা, যান চলাচলে অযোগ্য মীরসরাইয়ে হেমন্ত সাহিত্য আসরে বাংলার ষড়ঋতুর জয়গান মীরসরাইয়ে হেমন্ত সাহিত্য আসরে বাংলার ষড়ঋতুর জয়গান মীরসরাইয়ে হেমন্ত সাহিত্য আসরে বাংলার ষড়ঋতুর জয়গান কুষ্টিয়ায় ধান খেত থেকে নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার কুষ্টিয়ায় ধান খেত থেকে নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার কুষ্টিয়ায় ধান খেত থেকে নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার তারুণ্য সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর বর্ষপূর্তি ও সেরা স্বেচ্ছাসেবক সম্মাননা ২০২২ সমপন্ন।

দুর্বার’র উদ্যোগে অনলাইন চিত্রকর্ম প্রতিযোগিতা শুরু হয়েছে।

রিপোর্টার
  • পোস্ট করা হয়েছে মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ২৮ বার পড়া হয়েছে

সাদমান (চট্টগ্রাম)

“সৃষ্টির তুলিতে রাঙ্গিয়ে তুলি মনের দৃষ্টি” এ স্লোগানে দুর্বার’র এক যুগ পূর্তি উৎসব উপলক্ষে শুরু হয়েছে দুর্বার অনলাইন চিত্রকর্ম প্রতিযোগিতা।প্রতিযোগিতায় অংশ নিতে শীঘ্রই আপনার আঁকা ছবি নিয়ে অংশ নিতে পারবেন এ আয়োজনে। পাঠানো চিত্রকর্মের মাপ হতে হবে ২৪x ২৪ইঞ্চি বা ২০x২০ ইঞ্চি। প্রতিযোগিতা চলবে ছ ২৫ নভেম্বর ২০২২ পর্যন্ত। আপনার চিত্রকর্ম পাঠান এ ইমেইলে- durbarpragoti@gmail.com।

প্রতিযোগিতা অংশ নিতে হলে আপনাকে যে নিয়ম অনুনসরণ করতে হবে- প্রতিযোগীর বয়স সর্বনিম্ন ১৪ হতে হবে। প্রাথমিক পর্যায়ে মূল চিত্রকর্মের একটি ফটোগ্রাফ ন্যূনতম ২০০০x২০০০ পিক্সেল সাইজে তুলে সফট কপিটি ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে। এবং তা দুর্বার ফেইসবুক গ্রুপে পোস্ট দিতে হবে। পোস্ট দেওয়ার ক্ষেত্রে

Durbar12Years #DurbarEraCelebration
এই হ্যাসট্যাগ লাগিয়ে পোস্ট করতে হবে। ই-মেইলে অবশ্যই প্রতিযোগীর নাম, মোবাইল নম্বর ও যোগাযোগের পূর্ণ ঠিকানা উল্লেখ করতে হবে। একজন প্রতিযোগী সর্বোচ্চ ১টি চিত্রকর্মের ছবি পাঠাতে পারবেন। দুর্বার জুরি বোর্ড কর্তৃক প্রথম ধাপে ১০ টি চিত্রকর্ম বাছাই করা হবে এবং ছবির শিল্পীদের চিঠি বা ই-মেইলের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। বাছাইকৃত ১০টি ছবির মূল চিত্রকর্ম জমা দিতে হবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীকে মূল চিত্রকর্মের পেছনে নাম (বাংলা ও ইংরেজিতে), ঠিকানা এবং ফোন নম্বর সঠিকভাবে লিখতে হবে।প্রাথমিকভাবে নির্বাচিত ১০টি চিত্রকর্ম থেকে জুরি বোর্ডের রায়ের ভিত্তিতে ২য় ধাপে ৫টি চিত্রকর্ম বাছাই করা হবে এবং তাদের মধ্য থেকে ১ম তিনজনকে সেরা তিন বিজয়ী হিসেবে নির্বাচিত করা হবে এবং সেরা ১০ টি চিত্রকর্ম ১যুগ পূর্তি উৎসবে প্রদর্শন করা হবে।

প্রথম তিনজন বিজয়ীকে পুরস্কার হিসেবে প্রাইজমানি , স্মারক ও সনদ প্রদান করা হবে। প্রাইজমানি হিসেবে ১ম জন পাবেন ৫০০০ টাকা, ২য় জন পাবেন ৩০০০টাকা, ৩য় জন পাবেন ২০০০টাকা। প্রথম তিন বিজয়ীকে তাদের আঁকা ছবির একটি নমুনা ছবি দুর্বার’র এক যুগ পূর্তি উৎসবের দিন একেঁ দেখাতে হবে।

উল্লেখ্য যে, আগামী ৬ ও ৭ জানুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দ দুদিনব্যাপী দুর্বার’র যুগ পূর্তির বর্ণিল উৎসবে অনলাইন চিত্রকর্মের প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হবে।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

দুর্বার’র উদ্যোগে অনলাইন চিত্রকর্ম প্রতিযোগিতা শুরু হয়েছে।

রিপোর্টার
  • পোস্ট করা হয়েছে মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ২৮ বার পড়া হয়েছে

সাদমান (চট্টগ্রাম)

“সৃষ্টির তুলিতে রাঙ্গিয়ে তুলি মনের দৃষ্টি” এ স্লোগানে দুর্বার’র এক যুগ পূর্তি উৎসব উপলক্ষে শুরু হয়েছে দুর্বার অনলাইন চিত্রকর্ম প্রতিযোগিতা।প্রতিযোগিতায় অংশ নিতে শীঘ্রই আপনার আঁকা ছবি নিয়ে অংশ নিতে পারবেন এ আয়োজনে। পাঠানো চিত্রকর্মের মাপ হতে হবে ২৪x ২৪ইঞ্চি বা ২০x২০ ইঞ্চি। প্রতিযোগিতা চলবে ছ ২৫ নভেম্বর ২০২২ পর্যন্ত। আপনার চিত্রকর্ম পাঠান এ ইমেইলে- durbarpragoti@gmail.com।

প্রতিযোগিতা অংশ নিতে হলে আপনাকে যে নিয়ম অনুনসরণ করতে হবে- প্রতিযোগীর বয়স সর্বনিম্ন ১৪ হতে হবে। প্রাথমিক পর্যায়ে মূল চিত্রকর্মের একটি ফটোগ্রাফ ন্যূনতম ২০০০x২০০০ পিক্সেল সাইজে তুলে সফট কপিটি ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে। এবং তা দুর্বার ফেইসবুক গ্রুপে পোস্ট দিতে হবে। পোস্ট দেওয়ার ক্ষেত্রে

Durbar12Years #DurbarEraCelebration
এই হ্যাসট্যাগ লাগিয়ে পোস্ট করতে হবে। ই-মেইলে অবশ্যই প্রতিযোগীর নাম, মোবাইল নম্বর ও যোগাযোগের পূর্ণ ঠিকানা উল্লেখ করতে হবে। একজন প্রতিযোগী সর্বোচ্চ ১টি চিত্রকর্মের ছবি পাঠাতে পারবেন। দুর্বার জুরি বোর্ড কর্তৃক প্রথম ধাপে ১০ টি চিত্রকর্ম বাছাই করা হবে এবং ছবির শিল্পীদের চিঠি বা ই-মেইলের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। বাছাইকৃত ১০টি ছবির মূল চিত্রকর্ম জমা দিতে হবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীকে মূল চিত্রকর্মের পেছনে নাম (বাংলা ও ইংরেজিতে), ঠিকানা এবং ফোন নম্বর সঠিকভাবে লিখতে হবে।প্রাথমিকভাবে নির্বাচিত ১০টি চিত্রকর্ম থেকে জুরি বোর্ডের রায়ের ভিত্তিতে ২য় ধাপে ৫টি চিত্রকর্ম বাছাই করা হবে এবং তাদের মধ্য থেকে ১ম তিনজনকে সেরা তিন বিজয়ী হিসেবে নির্বাচিত করা হবে এবং সেরা ১০ টি চিত্রকর্ম ১যুগ পূর্তি উৎসবে প্রদর্শন করা হবে।

প্রথম তিনজন বিজয়ীকে পুরস্কার হিসেবে প্রাইজমানি , স্মারক ও সনদ প্রদান করা হবে। প্রাইজমানি হিসেবে ১ম জন পাবেন ৫০০০ টাকা, ২য় জন পাবেন ৩০০০টাকা, ৩য় জন পাবেন ২০০০টাকা। প্রথম তিন বিজয়ীকে তাদের আঁকা ছবির একটি নমুনা ছবি দুর্বার’র এক যুগ পূর্তি উৎসবের দিন একেঁ দেখাতে হবে।

উল্লেখ্য যে, আগামী ৬ ও ৭ জানুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দ দুদিনব্যাপী দুর্বার’র যুগ পূর্তির বর্ণিল উৎসবে অনলাইন চিত্রকর্মের প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হবে।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Popular IT Club
Popularitclub_NewsPortal