তৌহিদুল ইসলাম তৌহিদ
প্রথমবারের মতো বাংলাদেশে-ভারত যৌথ প্রযোজনার সিনেমায় চুক্তিবদ্ধ হলেন এ সময়ের জনপ্রিয় তারকা নিরব ।‘স্পর্শ’ শিরোনামে সিনেমাটি যৌথভাবে পরিচালনা করবেন বাংলাদশের অনন্য মামুন ও কলকাতার অভিনন্দন দত্ত। প্রযোজনায় রয়েছে অ্যাকশন কাট ও রোল ক্যামেরা অ্যাকশন।ছবিতে নিরবের নায়িকা হিসেবে থাকবেন ওপার বাংলার নন্দিত একজন অভিনেত্রী।নায়ক নিরব দীর্ঘ ক্যারিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন। তবে এবারই প্রথম তিনি যৌথ প্রযোজনার ছবিতে কাজ করতে যাচ্ছেন।ছবি প্রসঙ্গে নিরব বলেন ,আমি অনেক আনন্দিত এবং অভিভূত কারণ এই প্রথম যৌথ সিনেমার কাজের অভিজ্ঞতা অর্জন করতে যাচ্ছি, আশা করি ভালো কিছু একটা হবে এবং আমি আমার সর্বোচ্চ দিয়ে ভালোটা দেয়ার চেষ্টা করবো।সবকিছু ঠিক থাকলে এ মাসের শেষের দিকেই শুরু হবে ছবির কাজ।