এক সপ্তাহের ব্যবধানে পুলিশের হাতে দুই মাদক ব্যবসায়ী আটক।সুত্রে জানা যাই গত এক সপ্তার ব্যবধানে মনিরামপুর রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যর হাতে গাজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে ।গত ১৩ইং আগস্ট দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের এ এস আই আজমল সঙ্গীয় ফোর্স্ নিয়ে উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের কাছারি বাড়ি রামপুর নামক স্থানে গহর আলির বাড়ির পাশে অভিযান চালায় এ সময় এক কেজি গাজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে ।আটক নারী মাদারীপুর জেলার আশাপাট থানার মিঠাপুর গ্রামের বারেক হাওলাদারের মেয়ে মিনারা খাতুন(৪৮) , তার স্বামীর নাম ইউনুচ আলী।তাদের বর্তমান ঠিকানা যশোর শংকরপুর নিয়ামত আলীর বাড়ীর ভাড়াটিয়া । তার বিরুদ্ধে মাদক মামলা দেওয়া হয়েছে বলে রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ্ তিতুমীর হোসেন নিশ্চিত করেন।উল্লেখ এর আগে গত ৯ইং আগস্ট কলারোয়া উপজেলার দেয়াড়া গ্রামের মোহর আলীর ছেলে মাদক ব্যবসায়ী মুনছুর আলীকে গাজা সহ আটক করে । এলাকা বাসী মনে করেন এভাবে অভিযান চলতে থাকলে মাদক ব্যবসায়ীদের নির্মুল করা সম্ভব । তারা রাজগঞ্জ পুলিশ সদস্যদের ধন্যবাদ জানিয়েছে । সে সাথে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যহত রাখার জন্য জোর দাবি করছে।
এক সপ্তাহের ব্যবধানে পুলিশের হাতে দুই মাদক ব্যবসায়ী আটক।সুত্রে জানা যাই গত এক সপ্তার ব্যবধানে মনিরামপুর রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যর হাতে গাজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে ।গত ১৩ইং আগস্ট দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের এ এস আই আজমল সঙ্গীয় ফোর্স্ নিয়ে উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের কাছারি বাড়ি রামপুর নামক স্থানে গহর আলির বাড়ির পাশে অভিযান চালায় এ সময় এক কেজি গাজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে ।আটক নারী মাদারীপুর জেলার আশাপাট থানার মিঠাপুর গ্রামের বারেক হাওলাদারের মেয়ে মিনারা খাতুন(৪৮) , তার স্বামীর নাম ইউনুচ আলী।তাদের বর্তমান ঠিকানা যশোর শংকরপুর নিয়ামত আলীর বাড়ীর ভাড়াটিয়া । তার বিরুদ্ধে মাদক মামলা দেওয়া হয়েছে বলে রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ্ তিতুমীর হোসেন নিশ্চিত করেন।উল্লেখ এর আগে গত ৯ইং আগস্ট কলারোয়া উপজেলার দেয়াড়া গ্রামের মোহর আলীর ছেলে মাদক ব্যবসায়ী মুনছুর আলীকে গাজা সহ আটক করে । এলাকা বাসী মনে করেন এভাবে অভিযান চলতে থাকলে মাদক ব্যবসায়ীদের নির্মুল করা সম্ভব । তারা রাজগঞ্জ পুলিশ সদস্যদের ধন্যবাদ জানিয়েছে । সে সাথে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যহত রাখার জন্য জোর দাবি করছে।