সোহাগ মিয়া, হবিগন্জ প্রতিনিধিঃ
শায়েস্তাগঞ্জ উপজেলার শাহজীবাজার পুরাতন সড়কের বেলতলা এলাকায় ডাকাতি করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে ৩ ডাকাত।শুধু তাই নয়,ডাকাতদের হামলায় এসআই সহ ৬ পুলিশ সদস্য আহত হয়েছেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে ওই সড়কে পথচারী ও ব্যবসায়ীদের কাছ থেকে প্রায়ই ডাকাতদল নগদ টাকাসহ মুল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। আর ও জানা যায়, যারা উক্ত সড়কটিতে ডাকাতি করে তারা স্থানীয় হওয়াতে তাদের ভয়ে কেউ মুখ খুলতে রাজি হয় না।
গত শনিবার রাত ৯টার দিকে ঐ সড়কে ৭/৮ জনের ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নেয়।তখন দুই ব্যবসায়ীকে আটক করে হাত-পা বেঁধে মারধোর করা হয়।
খবর পেয়ে,শায়েস্তাগঞ্জ থানার এসআই সন্জিত চন্দ্র নাথ,ও সাইদুর রহমান সহ একদল পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতরা দেশীয় অস্ত্র দিয়ে তাদের উপর হামলা চালায়।এক পর্যায়ে দু পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে এসআই সাইদুর রহমান,এ এসআই কবির হোসেন,পুলিশ সদস্য বিমল সহ ৬ পুলিশ সদস্য আহত হয়।
পুলিশ এসময় মাধবপুর উপজেলার রাধাপুর গ্রামের কামাল মিয়া(২৫),দুলাল মিয়া(৩০) ও শায়েস্তাগন্জ উপজেলার উলুহর গ্রামের ইউনুস মিয়া(৩৫)কে আটক করলেও অন্যান্য পালিয়ে যায়।
পুলিশ জানায়,তাদের বিরুদ্ধে হবিগঞ্জ সহ বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে।
ওসি অজয় চন্দ্র দেব জানান,৩ ডাকাতকে আটক করা হয়েছে। কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে। অন্য ডাকাতদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।