সোহাগ মিয়া, হবিগন্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ফরিদপুর নামকস্থানে অটোরিকশা (সিএনজি) দুর্ঘটনায় সুপ্তা রাণী দাশ (৩২) নামে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকালে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান তিনি। নিহত সুপ্তা রাণী দাশ হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামের পবিত্র দাশের মেয়ে।
এর আগে সকাল ৯টার দিকে বিদ্যালয়ে যাবার পথে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত স্কুল শিক্ষিকা উপজেলার নিশাপট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জোসনা বেগম জানান, স্কুলে ক্লাস চলাকালিন সময়ে স্থানীয়দের মাধ্যমে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে সহকর্মী দুইজন নারী শিক্ষককে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠালে তারা গিয়ে দেখেন তাদের সহকর্মী সুপ্তা রানী দাশ অজ্ঞান অবস্থা আছেন। পরে সিলেট হাসপাতালে প্রেরণ করা হলে বিকালে মারা যান।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক কামাল বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে সিএনজি দুর্ঘটনায় স্কুল শিক্ষিকা নিহত হয়েছে।